অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত ছিলেন বাপ্পি লাহিড়ী?

হাসপাতাল সূত্রে জানা যায়, বাপ্পি লাহিড়ী অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (obstructive sleep apnea) আক্রান্ত ছিলেন।  কী এই অসুখ, যা ৭০ এ পৌঁছানোর আগেই কেড়ে নিল প্রাণ?

Must Read
SmileMaghttps://smilemag.net
SmileMag | Net is designed for business development; news, smile, inspire, success, motivate, encourage with relationship and saving money and time. Be smiles, be happy

১৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাপ্পি লাহিড়ী শেষ নিশ্বাস ত্যাগ করেন। ভারতের প্রখ্যাত সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী, মাত্র ৬৯ বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে জানা যায়, বাপ্পি লাহিড়ী অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (obstructive sleep apnea) আক্রান্ত ছিলেন।  কী এই অসুখ, যা ৭০ এ পৌঁছানোর আগেই কেড়ে নিল প্রাণ?

বাপ্পি লাহিড়ি বিবাহিত ছিলেন। তিনি দুই সন্তানের জনক। সংসারে তার স্ত্রী- চিত্রাণী, মেয়ে রিমা এবং ছেলে বাপ্পা।

সার্চ ইঞ্জিন গুগলে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (obstructive sleep apnea) রোগ নিয়ে  সবচেয়ে বেশি সার্চ করেছেন আজ ভারতীয়রা। তাই বাপি লাহিড়ির মৃত্যুতে গুগলে ট্রেন্ডিং হয়ে গিয়েছে  Obstructive Sleep Apnea

অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, কী এই অসুখ, উপসর্গই বা কী?

ঘুমের মধ্যে কিছু সময়ের জন্য শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া – চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া – একটি রোগ এবং চিকিৎসকেরা মনে করেন যে এটি মানুষের জন্য একটি গুপ্তঘাতক। বাংলাদেশে স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত মানুষের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে – বলছেন চিকিৎসকরা। সূত্র:বিবিসি বাংলা

স্মাইল ম্যাগাজিনকে বিশিষ্ট চিকিৎসক ও চট্টগ্রাম বিএমএ সভাপতি ডা:  মুজিবুল হক জানান, এই রোগ আসলে শ্বাসযন্ত্র ও শ্বাসনালীর জটিল সমস্যা । তবে এই রোগ বিরলও নয়। কিন্তু রোগটি সম্পর্কে বেশিরভাগ মানুষেরই ধারণা কম। এই রোগে ভুগলেও অনেক সময় ভূক্তভোগী বুঝতে পারেন না।

অনেকেই নাক ডাকার সমস্যায় ভোগেন। কিন্তু কারও কারও নাক ডাকা অস্বাভাবিক বেশি ! যে পেশীগুলির মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের পদ্ধতিটি চলে, তা ঘুমিয়ে পড়া কালীন শ্লথ হয়ে পড়ে। কাজের গতি কমে যায়। এর ফলে শ্বাসনালী সঙ্কুচিত হয়ে যায়। ঘুমের মধ্যে সঠিক ভাবে শ্বাস নেওয়া যায় না। সরু নালী দিয়ে যখন শ্বাসবায়ু যেতে চায়, তখন যে চাপ তৈরি হয়ে শব্দ হয়, তাকেই বলে নাক ডাকা।

নাক ডাকা যত বেশি বাড়ে, বুঝতে হবে সমস্যা বাড়ছে। এক সময় আর শ্বাস বের হতে না পেরে ঘুম ভেঙে যায়। তখন আবার পেশীগুলো সচল হয়ে যায়। দেখা গিয়েছে, স্থূলকায় ব্যক্তিদের সমস্যা বেশি হয়। জিভ পুরু হয়ে যায়, আলজিভ বড় হয়ে যায়। রোগের গুরুত্ব অনুসারে চিকিৎসা শুরু করতে হয়।

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

টি-টোয়েন্টিতে টি-টেনের দারুণ ভূমিকা দেখছেন ভারতীয় তারকা

স্পোর্টস ডেস্ক: রোমাঞ্চকর ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নেমেছে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি-টেন টুর্নামেন্টের। গত রোববার ফ্লোরিডায় ফাইনালে মিসবাহ-উল-হকের নিউ ইয়র্ক ওয়ারির্সকে...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img